Friday

সাম্প্রতিক বিবেচনা: বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস by Ahmed Sofa

বইঃ সাম্প্রতিক বিবেচনা: বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস
লেখকঃ আহমদ ছফা




বাংলা বইয়ের ভূবন freebangla-book.blogspot.com এ আপনাকে স্বাগতম। এখানে আপনি সব ধরনের বইয়ের ফ্রি পিডিএফ পাবেন। আপনি আপনার পছন্দ মতো বই ডাউনলোড করতে চাইলে আমাদের ওয়েবসাইট টি ঘুরে দেখতে পারেন।
আহমদ ছফা এর এই বইটি ডাউনলোড করতে চাইলে এই  পেজের নিচে দেয়া লিঙ্কে ক্লিক করে খুব সহজেই ডাউনলোড করে ফেলুন।

Book Review: বইটি কেমন(?) এটা একবাক্যে বলা যাবে না। আহমদ ছফার রচনা মানেই ভাবনার দুয়ারে আঘাত করবে প্রতিটা শব্দ। অন্তত প্রবন্ধগুলো সম্পর্কে একথা চোখ বন্ধ করেই বলা যায়। "সাম্প্রতিক বিবেচনা: বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস" বইয়ের ক্ষেত্রেও এর ব্যতিক্রম ঘটেনি। এই বইয়ে স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে রাজনৈতিক ও সামাজিক বিশৃঙ্খলার উৎস নিয়ে কথা বলেছেন লেখক। সমালোচনা করেছেন চাটুকার পদলেহী বুদ্ধিজীবীদের। যারা সরকারের অন্যায়-অনাচারকে বৈধতা দিয়ে নীরব দর্শকের ভূমিকা পালন করেছিলেন। এই কারণেই মূলত বইটা আলোচিত-সমালোচিত। তবে আদ্যোপান্ত পড়ে আমার সেটাই একমাত্র কারণ বলে মনে হয়নি। এই বইয়ে লেখকের কাজ অনেকটা মৌচাকে ঢিঁল ছোঁড়ার মতোই। একসাথে অনেকের দিকে অভিযোগের আঙুল তুলেছেন লেখক। প্রতিটা অভিযোগের যৌক্তিকতা আছে একথা বলা যাবে না। তবে কথাগুলো ১৯৭২সালে যেমন প্রাসঙ্গিক ছিলো, ২০১৭সালে এসেও তেমনি প্রাসঙ্গিক। সেই হিসেবে এটি দূরদৃষ্টিসম্পন্ন রচনা একথা বললে অত্যুক্তি হবে না। তাই বাংলাদেশের প্রতিটি রাজনীতি সচেতন মনুষের জন্য বইটি অবশ্যপাঠ্য।

ডাউনলোড করতে নিচে ক্লিক করুন। 

https://drive.google.com/open?id=1mkIT1ufg-a7-bh34V0SgUy7YAkcX4jUv
 

No comments:

Post a Comment