বইঃ বাঙালি
মুসলমানের মন
লেখকঃ আহমদ ছফা
বাংলা বইয়ের ভূবন freebangla-book.blogspot.com এ আপনাকে স্বাগতম। এখানে আপনি সব ধরনের বইয়ের ফ্রি পিডিএফ পাবেন। আপনি আপনার পছন্দ মতো বই ডাউনলোড করতে চাইলে আমাদের ওয়েবসাইট টি ঘুরে দেখতে পারেন।
আহমদ ছফা এর এই বইটি ডাউনলোড করতে চাইলে এই পেজের নিচে দেয়া লিঙ্কে ক্লিক করে খুব সহজেই ডাউনলোড করে ফেলুন।
Book Review: বইয়ের নাম “বাঙালি মুসলমানের মন”। যেকোনো জ্ঞান পিপাসু পাঠকের জন্য এই নামটিই যথেষ্ট বইটি পড়ার জন্য। আমার শুরু করতে একটু দেরি হয়েছে। শ্রদ্ধেয় বড়ভাইয়ের গিফট না পেলে হয়ত আরো দেরি হত। তখন কি আর বুঝেছি যে কি ফেলে রেখেছি?
যাহোক, এটা একটা প্রবন্ধের বই। মূল প্রবন্ধ “বাঙালি মুসলমানের মন” সহ মোট বারোটি প্রবন্ধ স্থান পেয়েছে বইটিতে। প্রতিটা প্রবন্ধ পাঠককে গভিরভাবে ভাবতে বাধ্য করবে। কয়েকটি প্রবন্ধ সম্পর্কে না বললেই নয়।
বাঙালি মুসলমানের মন প্রবন্ধে লেখক দেখিয়েছেন এদেশে মুসলিম শাসন প্রতিষ্ঠার পর থেকে নিন্মবর্নের হিন্দু এবং বৌদ্ধদের একটি বিরাট অংশ ইসলাম গ্রহন করে। ধর্মের পরিবর্তন ঘটেছে। সময় গত হয়েছে। সংস্কৃতিতে পরিবর্তন এসেছে। কিন্তু বাঙালি মুসলমানের সেই চিন্তাধারার কাঠামোটি রয়ে গেছে অপরিবর্তনীয়। এই অনাগ্রসারতার কারন ব্যাখ্যা করেছেন লেখকের নিজস্ব দৃষ্টিকোণ থেকে। সেই সাথে মধ্যযুগের বাংলা সাহিত্যের সামগ্রিক অবস্থাও তুলে ধরেছেন দক্ষ হাতে।
এছাড়া আরো উল্লেখযোগ্য প্রবন্ধগুলো হলো-
শিক্ষার দর্শন
ভবিষ্যতের ভাবনা
বাংলার ইতিহাস প্রসঙ্গে
বাংলার চিত্র-ঐতিয্যঃ সুলতানের সাধনা
দুই বাংলার সাংস্কৃতিক সম্পর্ক
শিক্ষার দর্শন প্রবন্ধে চমৎকারভাবে বাস্তবকে তুলে ধরেছেন। আমরা রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে থেকে কখনো সঠিক ইতিহাস জানতে পারবো না। কারন সব জাতি এবং রাষ্ট্র নিজ প্রয়োজনে ইতিহাসকে নিজেদের মত লেখে।
ভবিষ্যতের ভাবনা প্রবন্ধে তিনি এই পৃথিবীর ভবিষ্যত নিতে চিন্তিত। এইযে সভ্যতার চরম উৎকর্ষতা, এর পরিনাম কী? নিজেরই উদ্ভাবনী শক্তির তাপে জ্বলে পুড়ে ছাড়খাড় হয়ে যাচ্ছে মানুষ। লেখকের একটি প্রশ্ন সম্ভবত প্রশ্ন হয়েই থেকে যাবে- “সমগ্র জাতির জনসাধারনের কল্পনাকে খাট করে বা জাতিকে উপোস রেখে, হিংসা-প্রতিহিংসার ওমে তা দেয়া যে বোমাগুলো কোটি কোটি মুদ্রা ব্যয় করে তৈরি করা হচ্ছে, সেগুলোর কি ব্যবহার হবে না? যদি না হয়, অপর্যাপ্ত অর্থ এবং মানুষের এযাবতকালের বস্তুবীক্ষণের সবচাইতে সূক্ষ্ম সিদ্ধী যাতে মিশেছে সে মহামূল্য পারমানবিক বোমা ইত্যাদি দিয়ে মহামান্য রাষ্ট্রনায়কেরা কি ব্রেকফাস্ট করবেন?” কে দিবে উত্তর!
সুলতানের সাধনা প্রবন্ধে লেখক বাজিমাত করেছেন। পুরো ভারতবর্ষের ইতিহাসকে ছোট্ট একটি প্রবন্ধে বন্দি করেছেন। অবনীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে নন্দলাল বসু হয়ে যামিনী রায়। সেখান থেকে জয়নুল আবেদিন। তারপরে বলেছেন শেখ সুলতানের কথা। যে মানুষটার কোনো খ্যাতি ছিলো না। কোনো লোভ ছিলো না। শুধু তুলি আর ক্যানভাসের কাছেই নিজেকে সমর্পন করেছেন। এই প্রবন্ধ পড়ার পরে স্বাভাবিক ভাবেই চিত্রকলা সম্পর্কে পাঠকের মনে আগ্রহ জাগবে।
প্রতিটা প্রবন্ধ সম্পর্কে ভালোভাবে লিখতে হলে হয়ত আরেকটা বই লেখা সম্ভব। কারন এই বইটা আপনি শুধু পড়বেন আর রেখে দিবেন এমনটা নয়। প্রতিটা প্রবন্ধ আপনাকে ভাবতে সাহায্য করবে। এখানেই প্রবন্ধের আনন্দ। লেখকের লেখা যেখানে শেষ, আপনার ভাবনা সেখান থেকে শুরু। ভাবনার প্রয়োজনেই একটা প্রবন্ধ একাধিকবার পড়তে হয়েছে। প্রতিবার পড়ার পরে লেখকের বক্তব্য আরো ভালোভাবে বোঝা যায়। প্রবন্ধ পড়ে এই যে ভাবনা, এখানেই সাধারন গল্প-উপন্যাসে সাথে এর পার্থক্য। সেখানে বই শেষ হলে কল্পনাও শেষ আর এখানে বই শেষ হওয়ার পরেই কল্পনার শুরু।
ডাউনলোড করতে নিচে ক্লিক করুন।
লেখকঃ আহমদ ছফা
বাংলা বইয়ের ভূবন freebangla-book.blogspot.com এ আপনাকে স্বাগতম। এখানে আপনি সব ধরনের বইয়ের ফ্রি পিডিএফ পাবেন। আপনি আপনার পছন্দ মতো বই ডাউনলোড করতে চাইলে আমাদের ওয়েবসাইট টি ঘুরে দেখতে পারেন।
আহমদ ছফা এর এই বইটি ডাউনলোড করতে চাইলে এই পেজের নিচে দেয়া লিঙ্কে ক্লিক করে খুব সহজেই ডাউনলোড করে ফেলুন।
Book Review: বইয়ের নাম “বাঙালি মুসলমানের মন”। যেকোনো জ্ঞান পিপাসু পাঠকের জন্য এই নামটিই যথেষ্ট বইটি পড়ার জন্য। আমার শুরু করতে একটু দেরি হয়েছে। শ্রদ্ধেয় বড়ভাইয়ের গিফট না পেলে হয়ত আরো দেরি হত। তখন কি আর বুঝেছি যে কি ফেলে রেখেছি?
যাহোক, এটা একটা প্রবন্ধের বই। মূল প্রবন্ধ “বাঙালি মুসলমানের মন” সহ মোট বারোটি প্রবন্ধ স্থান পেয়েছে বইটিতে। প্রতিটা প্রবন্ধ পাঠককে গভিরভাবে ভাবতে বাধ্য করবে। কয়েকটি প্রবন্ধ সম্পর্কে না বললেই নয়।
বাঙালি মুসলমানের মন প্রবন্ধে লেখক দেখিয়েছেন এদেশে মুসলিম শাসন প্রতিষ্ঠার পর থেকে নিন্মবর্নের হিন্দু এবং বৌদ্ধদের একটি বিরাট অংশ ইসলাম গ্রহন করে। ধর্মের পরিবর্তন ঘটেছে। সময় গত হয়েছে। সংস্কৃতিতে পরিবর্তন এসেছে। কিন্তু বাঙালি মুসলমানের সেই চিন্তাধারার কাঠামোটি রয়ে গেছে অপরিবর্তনীয়। এই অনাগ্রসারতার কারন ব্যাখ্যা করেছেন লেখকের নিজস্ব দৃষ্টিকোণ থেকে। সেই সাথে মধ্যযুগের বাংলা সাহিত্যের সামগ্রিক অবস্থাও তুলে ধরেছেন দক্ষ হাতে।
এছাড়া আরো উল্লেখযোগ্য প্রবন্ধগুলো হলো-
শিক্ষার দর্শন
ভবিষ্যতের ভাবনা
বাংলার ইতিহাস প্রসঙ্গে
বাংলার চিত্র-ঐতিয্যঃ সুলতানের সাধনা
দুই বাংলার সাংস্কৃতিক সম্পর্ক
শিক্ষার দর্শন প্রবন্ধে চমৎকারভাবে বাস্তবকে তুলে ধরেছেন। আমরা রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে থেকে কখনো সঠিক ইতিহাস জানতে পারবো না। কারন সব জাতি এবং রাষ্ট্র নিজ প্রয়োজনে ইতিহাসকে নিজেদের মত লেখে।
ভবিষ্যতের ভাবনা প্রবন্ধে তিনি এই পৃথিবীর ভবিষ্যত নিতে চিন্তিত। এইযে সভ্যতার চরম উৎকর্ষতা, এর পরিনাম কী? নিজেরই উদ্ভাবনী শক্তির তাপে জ্বলে পুড়ে ছাড়খাড় হয়ে যাচ্ছে মানুষ। লেখকের একটি প্রশ্ন সম্ভবত প্রশ্ন হয়েই থেকে যাবে- “সমগ্র জাতির জনসাধারনের কল্পনাকে খাট করে বা জাতিকে উপোস রেখে, হিংসা-প্রতিহিংসার ওমে তা দেয়া যে বোমাগুলো কোটি কোটি মুদ্রা ব্যয় করে তৈরি করা হচ্ছে, সেগুলোর কি ব্যবহার হবে না? যদি না হয়, অপর্যাপ্ত অর্থ এবং মানুষের এযাবতকালের বস্তুবীক্ষণের সবচাইতে সূক্ষ্ম সিদ্ধী যাতে মিশেছে সে মহামূল্য পারমানবিক বোমা ইত্যাদি দিয়ে মহামান্য রাষ্ট্রনায়কেরা কি ব্রেকফাস্ট করবেন?” কে দিবে উত্তর!
সুলতানের সাধনা প্রবন্ধে লেখক বাজিমাত করেছেন। পুরো ভারতবর্ষের ইতিহাসকে ছোট্ট একটি প্রবন্ধে বন্দি করেছেন। অবনীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে নন্দলাল বসু হয়ে যামিনী রায়। সেখান থেকে জয়নুল আবেদিন। তারপরে বলেছেন শেখ সুলতানের কথা। যে মানুষটার কোনো খ্যাতি ছিলো না। কোনো লোভ ছিলো না। শুধু তুলি আর ক্যানভাসের কাছেই নিজেকে সমর্পন করেছেন। এই প্রবন্ধ পড়ার পরে স্বাভাবিক ভাবেই চিত্রকলা সম্পর্কে পাঠকের মনে আগ্রহ জাগবে।
প্রতিটা প্রবন্ধ সম্পর্কে ভালোভাবে লিখতে হলে হয়ত আরেকটা বই লেখা সম্ভব। কারন এই বইটা আপনি শুধু পড়বেন আর রেখে দিবেন এমনটা নয়। প্রতিটা প্রবন্ধ আপনাকে ভাবতে সাহায্য করবে। এখানেই প্রবন্ধের আনন্দ। লেখকের লেখা যেখানে শেষ, আপনার ভাবনা সেখান থেকে শুরু। ভাবনার প্রয়োজনেই একটা প্রবন্ধ একাধিকবার পড়তে হয়েছে। প্রতিবার পড়ার পরে লেখকের বক্তব্য আরো ভালোভাবে বোঝা যায়। প্রবন্ধ পড়ে এই যে ভাবনা, এখানেই সাধারন গল্প-উপন্যাসে সাথে এর পার্থক্য। সেখানে বই শেষ হলে কল্পনাও শেষ আর এখানে বই শেষ হওয়ার পরেই কল্পনার শুরু।
ডাউনলোড করতে নিচে ক্লিক করুন।
No comments:
Post a Comment