Friday

Food Conference By Abul Mansur Ahmed

বইঃ ফুড কনফারেন্স
লেখকঃ আবুল মনসুর আহমদ





বাংলা বইয়ের ভূবন freebangla-book.blogspot.com এ আপনাকে স্বাগতম। এখানে আপনি সব ধরনের বইয়ের ফ্রি পিডিএফ পাবেন। আপনি আপনার পছন্দ মতো বই ডাউনলোড করতে চাইলে আমাদের ওয়েবসাইট টি ঘুরে দেখতে পারেন।
আবুল মনসুর আহমদ এর এই বইটি ডাউনলোড করতে চাইলে এই  পেজের নিচে দেয়া লিঙ্কে ক্লিক করে খুব সহজেই ডাউনলোড করে ফেলুন।

Book Review: শুরুতে লেখক সম্পর্কে দু'একটা কথা না বললেই নয়। আবুল মনসুর আহমদ (১৮৯৮-১৯৭৯) ছিলেন একাধারে একজন সাংবাদিক, লেখক ও রাজনীতিবিদ। যুক্তফ্রন্ট ও আওয়ামীলীগের হয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। পুরদস্তুর রাজনীতিবিদ বলতে যা বুঝায়, তার সব বৈশিষ্ট্য তাঁর মাঝে বিদ্যমান ছিল। কর্মসূত্রে সব ধরনের মানুষের সাথে মিশেছেন তিনি। চোখের সামনে ঘটে যাওয়া ঘটনাপ্রবাহগুলোকে তিনি মলাটবন্দী করেছেন তাঁর লেখনী দ্বারা। সাহিত্য চর্চায় অসাধারণ অবদানের জন্য তিনি স্বাধীনতা পুরস্কার, বাংলা একাডেমী পুরস্কার, ও নাসিরুদ্দীন স্বর্ণপদকে ভূষিত হয়েছেন।

এবার আসি মূল প্রসঙ্গে। আবুল মনসুর আহমদকে মানুষ যে লেখাগুলোর জন্য আজীবন মনে রাখবে তার মধ্যে অন্যতম একটি হল 'ফুড কনফারেন্স'। এটি একটি স্যাটায়ার বা ব্যঙ্গাত্মক রচনা। ৯টি ব্যঙ্গগল্প আছে এতে। মূলত ১৯৪৩ সালে (বাংলা ১৩৫০ সন) ঘটে যাওয়া দুর্ভিক্ষকে উপজীব্য করে লেখা হয়েছে বইটির গল্পগুলো। 'পঞ্চাশের মন্বন্তর' নামে পরিচিত সেই মর্মান্তিক দুর্ভিক্ষে না খেতে পেয়ে দু'বাংলা মিলিয়ে প্রায় ৩০ লাখ লোক মারা গিয়েছিলো। পৃথিবীজুড়ে তখন চলছিলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসলীলা। যুদ্ধকালীন আকালের সময় স্বার্থান্বেষী মজুতদারদের দৌরাত্ম্যে চালের দাম সাধারণের নাগালের বাইরে চলে যায়। এ সুযোগে রাজনীতিবিদ ও মজুতদার শ্রেণী নিজেদের আখের গুছিয়ে নেয়। এ অসঙ্গতিগুলোকেই আবুল মনসুর আহমদ ব্যঙ্গাত্মকভাবে 'ফুড কনফারেন্স'-এ তুলে ধরেছেন।
আমার মতামতঃ স্যাটায়ারধর্মী লেখা খুব একটা পড়া হয় না। মানসম্মত স্যাটায়ার বাংলা সাহিত্যে নেই বলা যায়। এক্ষেত্রে আবুল মনসুর আহমদের 'ফুড কনফারেন্স'কে উজ্জ্বল ব্যতিক্রম বলা যায়। বলা হয়ে থাকে, বাংলার দুর্ভিক্ষকে দু'জন সঠিকভাবে তুলে ধরেছেন। একজন শিল্পাচার্য জয়নুল আবেদিন, আরেকজন আবুল মনসুর আহমদ। এ থেকে ধারণা করা যায়, বইটির শিল্পমান কত উঁচুদরের। যারা এখনো পড়েননি তাদেরকে পড়ার নিমন্ত্রণ। আর যারা পড়েছেন তাদেরকেও পুরোনো স্মৃতি ঝালাই করার আমন্ত্রণ রইলো


                                                  ডাউনলোড করতে নিচে ক্লিক করুন।

https://drive.google.com/open?id=1_D3311NFRuh1uCesDy8ueJra1rt8TlVT

No comments:

Post a Comment