বইঃ শতবর্ষের ফেরারী: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
লেখকঃ আহমদ ছফা
বাংলা বইয়ের ভূবন freebangla-book.blogspot.com এ আপনাকে স্বাগতম। এখানে আপনি সব ধরনের বইয়ের ফ্রি পিডিএফ পাবেন। আপনি আপনার পছন্দ মতো বই ডাউনলোড করতে চাইলে আমাদের ওয়েবসাইট টি ঘুরে দেখতে পারেন।
আহমদ ছফা এর এই বইটি ডাউনলোড করতে চাইলে এই পেজের নিচে দেয়া লিঙ্কে ক্লিক করে খুব সহজেই ডাউনলোড করে ফেলুন।
Book Review: বিষয়বস্তু তৈরি হয়েছে মূলত লেখকের ছোটবেলায় বঙ্কিম পড়তে গিয়ে সৃষ্ট এক অদ্ভুত পরিস্থিতি এবং তা থেকে উদ্ভুত একটি প্রশ্নকে আবর্তিত করে।
সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তাঁর লেখা আনন্দমঠের মতো বেশ কিছু রচনায় কোন না কোন জায়গায় মুসলমান সমাজকে নিষ্ঠুরভাবে কটাক্ষ করে গেছেন। কোথাও অত্যন্ত সচেতনতার সাথে মুসলমানদের অবদান গেছেন এড়িয়ে। এ সমস্ত কারনে মুসলমান ছাত্ররা তার বইগুলোর পাতায় অত্যন্ত অশ্লীল ভাষায় গালাগাল লিখে রাখতো (এখনো রাখে) যা লেখককে দুটো প্রশ্নের সম্মুখীন করেঃ
১. সহজাত সাম্প্রদায়িক অনুভূতিবশতই কী ছাত্ররা তাঁকে এতোটা গালাগাল করে? এমন সাম্প্রদায়িক লেখক তো আরো রয়েছেন, তাঁদের প্রতি এতোটা আক্রোশ চোখে পড়ে না কেন?
২. বঙ্কিমচন্দ্র চট্ট্যোপাধ্যায়ের এতোটা মুসলমান বিদ্বেষের কারন কী?
প্রসঙ্গত এখানে বলে রাখি নিছক এই দুটো প্রশ্নের উত্তরমালা এই বইটি নয়। বইটি এর থেকে আরো বেশি কিছু। বঙ্কিমচন্দ্র চট্ট্যোপাধ্যায় আর দশজন সাহিত্যিকের মতনই শুধুই লেখালেখির ভুবনের মানুষ হলে লেখক আহমদ ছফা হয়তো তাঁকে নিয়ে এতোটা মাথা ঘামাতেন না। বঙ্কিম তৎকালীন সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে অত্যন্ত প্রভাব বিস্তারকারী আশ্চর্য পুরুষ। লেখকের ভাষায় তাঁর মধ্যে রাজা রামমোহন রায়ের সমাজচিন্তা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাংলা ভাষার চর্চা এবং অক্ষয় দত্ত প্রমুখের বিজ্ঞানমনস্ক চিন্তা-চেতনা অত্যন্ত সচেতনভাবেই ছিল। তার লেখা "সাম্য" "বাংলার কৃষক" এধরনের রচনাগুলি তাঁর স্বচ্ছ চিন্তা-ধারার পরিচায়ক। এমনকি ইতিহাস নিয়ে তার যে বিজ্ঞাননিষ্ঠ মনোভাব রয়েছে তা এতোটাই অভিনব যে উনিশ শতকে এসব ক্ষেত্রে তাঁর সমকক্ষ কাউকে পাওয়াটাই দুষ্কর।
তবুও বঙ্কিমচন্দ্রের বড় দুর্বলতা তার এই সাম্প্রদায়িক মনোভাব। সেসময়কালে সর্বপ্রথম রাষ্ট্রচিন্তার ধারনা পোষণকারী বঙ্কিম ছিলেন একটি হিন্দুরাষ্ট্র গঠনের স্বপ্নে বিভোর। তাঁর এই চিন্তা কুমিরের খাঁজকাঁটা গল্পের মতনই তাঁর সাহিত্যকর্মে বার বার এসেছে যা তাঁর উজ্জ্বল ভাবমূর্তি বেশ কিছুটা ম্লান করে দেয়।
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রসঙ্গ ছাড়াও লেখক আহমদ ছফা মুসলিমপ্রধান দেশে বাঙালিয়ানার যথার্থতা প্রমাণে বাঙালিয়ানার নতুন সংজ্ঞা প্রদানের উপর জোর দিয়েছেন এবং প্রাসঙ্গিক বিভিন্ন বিষয়ের অবতারনা করেছেন।
পুরো বইটিতে লেখকের বঙ্কিমের প্রতি এক ধরনের সহানুভূতিই চোখে পড়ে। এমন ক্ষণজন্মা মহাপুরুষের প্রতি আক্ষেপ পোষণ করে তিনি মন্তব্য করেছেনঃ "আহা কি আশ্চর্য মানুষ! কি করতে পারতেন,আর কী করলেন।"
ডাউনলোড করতে নিচে ক্লিক করুন।
লেখকঃ আহমদ ছফা
বাংলা বইয়ের ভূবন freebangla-book.blogspot.com এ আপনাকে স্বাগতম। এখানে আপনি সব ধরনের বইয়ের ফ্রি পিডিএফ পাবেন। আপনি আপনার পছন্দ মতো বই ডাউনলোড করতে চাইলে আমাদের ওয়েবসাইট টি ঘুরে দেখতে পারেন।
আহমদ ছফা এর এই বইটি ডাউনলোড করতে চাইলে এই পেজের নিচে দেয়া লিঙ্কে ক্লিক করে খুব সহজেই ডাউনলোড করে ফেলুন।
Book Review: বিষয়বস্তু তৈরি হয়েছে মূলত লেখকের ছোটবেলায় বঙ্কিম পড়তে গিয়ে সৃষ্ট এক অদ্ভুত পরিস্থিতি এবং তা থেকে উদ্ভুত একটি প্রশ্নকে আবর্তিত করে।
সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তাঁর লেখা আনন্দমঠের মতো বেশ কিছু রচনায় কোন না কোন জায়গায় মুসলমান সমাজকে নিষ্ঠুরভাবে কটাক্ষ করে গেছেন। কোথাও অত্যন্ত সচেতনতার সাথে মুসলমানদের অবদান গেছেন এড়িয়ে। এ সমস্ত কারনে মুসলমান ছাত্ররা তার বইগুলোর পাতায় অত্যন্ত অশ্লীল ভাষায় গালাগাল লিখে রাখতো (এখনো রাখে) যা লেখককে দুটো প্রশ্নের সম্মুখীন করেঃ
১. সহজাত সাম্প্রদায়িক অনুভূতিবশতই কী ছাত্ররা তাঁকে এতোটা গালাগাল করে? এমন সাম্প্রদায়িক লেখক তো আরো রয়েছেন, তাঁদের প্রতি এতোটা আক্রোশ চোখে পড়ে না কেন?
২. বঙ্কিমচন্দ্র চট্ট্যোপাধ্যায়ের এতোটা মুসলমান বিদ্বেষের কারন কী?
প্রসঙ্গত এখানে বলে রাখি নিছক এই দুটো প্রশ্নের উত্তরমালা এই বইটি নয়। বইটি এর থেকে আরো বেশি কিছু। বঙ্কিমচন্দ্র চট্ট্যোপাধ্যায় আর দশজন সাহিত্যিকের মতনই শুধুই লেখালেখির ভুবনের মানুষ হলে লেখক আহমদ ছফা হয়তো তাঁকে নিয়ে এতোটা মাথা ঘামাতেন না। বঙ্কিম তৎকালীন সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে অত্যন্ত প্রভাব বিস্তারকারী আশ্চর্য পুরুষ। লেখকের ভাষায় তাঁর মধ্যে রাজা রামমোহন রায়ের সমাজচিন্তা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাংলা ভাষার চর্চা এবং অক্ষয় দত্ত প্রমুখের বিজ্ঞানমনস্ক চিন্তা-চেতনা অত্যন্ত সচেতনভাবেই ছিল। তার লেখা "সাম্য" "বাংলার কৃষক" এধরনের রচনাগুলি তাঁর স্বচ্ছ চিন্তা-ধারার পরিচায়ক। এমনকি ইতিহাস নিয়ে তার যে বিজ্ঞাননিষ্ঠ মনোভাব রয়েছে তা এতোটাই অভিনব যে উনিশ শতকে এসব ক্ষেত্রে তাঁর সমকক্ষ কাউকে পাওয়াটাই দুষ্কর।
তবুও বঙ্কিমচন্দ্রের বড় দুর্বলতা তার এই সাম্প্রদায়িক মনোভাব। সেসময়কালে সর্বপ্রথম রাষ্ট্রচিন্তার ধারনা পোষণকারী বঙ্কিম ছিলেন একটি হিন্দুরাষ্ট্র গঠনের স্বপ্নে বিভোর। তাঁর এই চিন্তা কুমিরের খাঁজকাঁটা গল্পের মতনই তাঁর সাহিত্যকর্মে বার বার এসেছে যা তাঁর উজ্জ্বল ভাবমূর্তি বেশ কিছুটা ম্লান করে দেয়।
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রসঙ্গ ছাড়াও লেখক আহমদ ছফা মুসলিমপ্রধান দেশে বাঙালিয়ানার যথার্থতা প্রমাণে বাঙালিয়ানার নতুন সংজ্ঞা প্রদানের উপর জোর দিয়েছেন এবং প্রাসঙ্গিক বিভিন্ন বিষয়ের অবতারনা করেছেন।
পুরো বইটিতে লেখকের বঙ্কিমের প্রতি এক ধরনের সহানুভূতিই চোখে পড়ে। এমন ক্ষণজন্মা মহাপুরুষের প্রতি আক্ষেপ পোষণ করে তিনি মন্তব্য করেছেনঃ "আহা কি আশ্চর্য মানুষ! কি করতে পারতেন,আর কী করলেন।"
ডাউনলোড করতে নিচে ক্লিক করুন।
No comments:
Post a Comment